ইত্তিজা হাসান মনির, জেলা প্রতিনিধি বরগুনা।
বরগুনা আমতলী উপজেলার গাজিপুর বাজার (জিসি) সড়ক থেকে ধানখালী (জিসি) পর্যন্ত রাস্তাটির রোড সেফটি প্রকল্পের নামে অর্থ আত্মসাতের ব্যাপক দুর্নীতির খবর পাওয়া গিয়েছে।
আমতলী উপজেলার বিখ্যাত একটি বাজারের নাম গাজীপুর, এই বাজার থেকে দক্ষিনে ১২ কিলোমিটার রাস্তার রোড সেফটি প্লানের এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ, নিয়মিত চলাচলের ছোট বড় গাড়ী আগে থেকেই সতর্কতা অবলম্বন করবে।
গাজীপুর থেকে ধানখালী পর্যন্ত কাজটি পেয়েছিল মেসার্স আলামিন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অযোগ্যতা এবং অর্থ আত্মসাতের কারণে রোড সেফটি প্লানের কাজটি যথেষ্ট অনিয়ম পরিলক্ষিত হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল আমিন ট্রেডার্স বলেন আমাকে যেভাবে করতে বলা হয়েছে সেভাবেই করা হয়েছে এখানে আমার দোষের কিছু নাই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে প্লানের লোহার পাইপ চিকন এবং নাজুক। ঢালাই দেওয়া হয়েছে ১৫*১৫ ইঞ্চি। গভীরতা দেওয়া হয়েছে মাত্র ৪ ইঞ্চি যা এখনই হেলে পড়ছে। স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে জানা গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান এভাবে কাজ করলে শুধু সরকারের অর্থ ব্যয় হবে টাকাগুলো তাদের পকেটে চলে যাবে রোড সেফটি প্লান কোন কাজে আসবে না।
উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে আমি সরেজমিনে কাজটি দেখেছি, ঠিকাদারকে কাজটি ডিজাইন অনুযায়ী করতে বলা হয়েছে। কাজটি নিম্নমানের হওয়ায় উপজেলা থেকে এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল প্রদান করা হয়নি।
Leave a Reply