ইত্তিজা হাসান মনির, জেলা প্রতিনিধি বরগুনা।
বরগুনা জেলা পুলিশের আয়োজনে আজ অনুষ্ঠিত হলো বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সদস্য বৃন্দ, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতার মধ্যে ছিল নারী পুলিশ সদস্যদের জন্য হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, পুলিশ সদস্যদের শিশুদের জন্য ছিল ৫০ মিটার দৌড়, পুরুষ পুলিশ সদস্যদের জন্য অ্যালার্ট পুলিশ প্যারেড, পুরুষ পুলিশ সদস্যদের কাবাডি খেলা, নারী পুলিশ সদস্যদের জন্য পিছনের দিকে দ্রুত গতিতে হাটা, পুলিশ পরিদর্শক দের জন্য দ্রুত গতিতে পিছনের দিকে হাঁটা সহ আমন্ত্রিত নারী অতিথিদের বালিশ খেলা সহ অন্যান্য প্রতিযোগিতা।
বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জনাব এস এম আক্তারুজ্জামান ডিআইজি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ বরিশাল। বরগুনা পুলিশ সুপার জনাব মুহাম্মদ জাহাঙ্গির মল্লিকের সভাপতিত্বে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে বরগুনা জেলার বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতার পরে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ করেন জনাব এস এম আক্তারুজ্জামান ডিআইজি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ বরিশাল।
Leave a Reply