নিজস্ব প্রতিবেদক।
পৃথিবীতে কম সংখ্যক মানুষই আসেন, তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি ঠিক সেরকম একজন সাংবাদিক তানজিমুন রিশাদ। আজ মঙ্গলবার (২২ফেব্রুয়ারী) এই তার শুভ জন্মদিন । ১৯৯৬ সালের এইদিনে ঝালকাঠি সদর উপজেলার কাঁচাবালিয়া গ্ৰামের একটি সম্ভান্ত্র মুসলিম পরিবারে তিনি জম্মগ্রহন করেন। বর্তমানে তিনি বরিশালের স্থানীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ন বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও তরুন এই কলমযোদ্ধা সাংবাদিকতার কর্ম-দক্ষতা কারণে বরিশালের সর্ব মহলে সুনাম অর্জন করেছেন। তার জন্মদিনে বরিশালের সর্ব মহলের মানুষ তাকে ভালবাসার শুভেচ্ছা জানাচ্ছেন।
জন্মদিন উপলক্ষ্যে সাংবাদিক তানজিমুন রিশাদ বলেন, যারা আমাকে আমার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে তাদের ভালোবাসা নিয়ে যেন সারাজীবন কাটাতে পারি।
Leave a Reply