মোঃ নাসির আহমেদ আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি।
নেত্রকোনার আটপাড়ায় ব্রাকের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ জুন) দুপুর ২টায় সুখারী ও দুওজ ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প (গুচ্ছগ্রাম) ও আশপাশ এলাকার বন্যাকবলিত ৫০ টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়৷
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ৷ ব্রাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রাক প্রধান কার্যালয়ের এডভোকেসি ফর সোস্যাল চেঞ্জ
এর কর্মসুচি ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান৷
উক্ত কর্মসুচির ডিভিশনাল ম্যানেজার মো.মোতারফ হোসেন। ব্র্যাক নেত্রকোনা জেলা সমন্বয়কারী (বিডিসি)প্রবাল সাহা,ব্রাক মাইক্রোফাইন্যান্স প্রগতি আটপাড়া এলাকার এরিয়া ম্যানেজার
শ্যামল চন্দ্র বার৷
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবী কর্মসূচি আটপাড়া এলাকার এরিয়া ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম ।
ব্রাকের আটপাড়া এলাকার ইউপিজি প্রোগ্রাম এর শাখা ব্যবস্থাপক মোঃ এমদাদুল হক,ব্রাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা এর এরিয়া ম্যানেজার মলিনা কর্মকার৷ আরো ও উপস্থিত ছিলেন ৬নং দুওজ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুল হক তালুকদার সহ আরো অনেকে।
Leave a Reply