অনলাইন ডেস্ক :: চলচ্চিত্রাভিনয়ে ব্যস্ত বুবলী ম্যুভমেন্ট নিষেধাজ্ঞার মধ্যেই আরেকটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। কঠোর নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই তিনি ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং ‘রিভেঞ্জ’ ছবির কাজ করেছেন। তাকে দ্রুততার সঙ্গেই কাজ করতে হয়েছে লিডার ছবির। কারণ এই ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। উল্লেখ করার বিষয় হলো, রিভেঞ্জ ছবির কাজ করার সময়ই তিনি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
পুরনো ঢাকায় কাজ শেষ করে তাকে বিজ্ঞাপনচিত্রটির অনুষ্ঠানে যোগদান করতে হয়েছে। সেই বিজ্ঞাপনচিত্রটি বর্তমানে টিভিতে প্রচার হচ্ছে বলে জানা গেছে। এর রেশ থাকতেই আবারও নতুন বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়েছেন বুবলী। এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত; কিন্তু চলাচলে নিষেধাজ্ঞার কারণে বিজ্ঞাপনটির শুটিং শুরু করতে বিলম্ব হচ্ছে। এ প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘দর্শকের আগ্রহের কারণেই বিজ্ঞাপনে নিয়মিত কাজ করার চেষ্টা করছি।
তবে যেসব পণ্য কিংবা প্রতিষ্ঠান বিতর্কিত সেসব প্রতিষ্ঠান কিংবা পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে চাই না। কারণ এতে করে দর্শকের কাছে আমার যে অবস্থান তৈরি হয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত হবে। কয়েক বছর ধরে কষ্ট করে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা বিতর্কিত কোনো বিজ্ঞাপনে কাজ করে হারাতে চাই না। আশা করছি, পরিকল্পনা অনুযায়ী চলতে পারব।’ এ ছাড়া বুবলীর বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ এবং শাহীন সুমনের ‘বিদ্রোহী’ নামের ছবিগুলো। বুবলী বলেছেন, তিনি একসঙ্গে একাধিক ছবির কাজের চাপ নিতে পারেন না। লিডার এবং রিভেঞ্জ ছবির সকাল বিকাল কাজ করতে গিয়ে সেটা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছি। অবশ্য এখানে মানসিক প্রস্তুতির কথাও তিনি বলেছেন।
Leave a Reply