ইত্তিজা হাসান মনির,জেলা প্রতিনিধি বরগুনা।
বরগুনার আমতলী হলদিয়া ইউনিয়ন জেলেদের চাল বিতরনের যতেষ্ঠ অনিয়মের সংবাদ পাওয়া গেছে।বিতরনের স্থান আমতলী খাদ্য গোডাউন। প্রতি জেলেকে চাল দেয়ার কথা ৫৬ কেজি করে। মাষ্টার রোলে সিগনেসার/টিপ সহি নেয়া হয়েছে কিন্তূ চেয়ারম্যান সহ অন্যন্য ইউপি সদস্য যোগসাজগে চাল দিয়েছে ৫০ কেজির একটি বস্তা। কেউ প্রতিবাদ করলে বলা হয়েছে এটাই দেয়া হবে বেশি বুঝলে আর দেয়া হবেনা চলে যাও।
মাহবুবুল আলম একজন কার্ডদারী জেলে তার স্ত্রী দুলালী (২৭) বলেন, আমার স্বামী নৌকা মার্কায় ভোট দেয়ার কারনে আমাকে চাল দেয়ার হয়নি। চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে এ ভাবেই বঞ্চিত করেছে নৌকা প্রেমিক জনগন কে। মোঃ বাদশা মোল্লা (৩২) বলেন, আমাদের চাল দেয়ার কথা ইউনিয়ন পরিষদে বসে কিন্তু চেয়ারম্যান আমতলী খাদ্যগুদামে নিয়ে সমগ্র ইউনিয়নের জেলেদেরকে একত্রিত করে চাল বিতরণ করেছে।মাস্টার রোলে ৫৬ কেজি চাল লেখা থাকলেও আমাদেরকে দিয়েছে ৫০ কেজির একটি বস্তা।
কার্ডদারী জেলে মোঃ আমির গাজী (৪০) বলেন আমাদেরকে চাল দেয়ার কথা ৫৬ কেজি কিন্তু আমতলী খাদ্যগুদামে যেয়ে দেখি সকল জেলেদের একত্রিত করে ৫০ কেজির একটি বস্তা বিতরণ করা হচ্ছে। সাবেক ইউপি সদস্য মোঃ আল মামুন বলেন, সরকার নদীতে অবরোধ কালীন সময়ে জেলেদের চাল দিয়ে সহযোগিতা করছেন কিন্তু চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা মিলে এভাবে যদি চাল নিয়ে বানিজ্য করেন তাহলে সাধারন জনগনের কি হবে।
হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিককে মুঠো ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন চাল বিতরণ করার সময় আমি স্থানে ছিলাম না। কে কিরকম বিতরন করেছে তা আমি জানিনা। এ ব্যাপারে হলদিয়া ইউনিয়নের সচিব মোঃ মিজানুর রহমান বলেন আমার কাছে ৫৬ কেজির সিগনেচার/ টিকসহি যুক্ত মাষ্টার রোল আসছে বিতরনের সময় আমি ছিলাম না।
Leave a Reply