কুদরত আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ-
ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের আশ্রয় কেন্দ্র দখলের অভিযোগে মহিলা ইউপি সদস্য রুবি আক্তারের নামে মামলা দায়ের। রবিবার আশ্রয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং তিনি ওই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি।
সদরের চিলারং ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর রয়েছে ২১৭টি। এর মধ্যে আলাদি হাট ধনিবস্তি আশ্রয় কেন্দ্র এলাকায় রয়েছে ৫৬টি। বরাদ্দ পাওয়া পরিবারগুলো এসব ঘরে বসবাস করছে।
জানা যায় শনিবার (২১ অগাস্ট) দুপুরে ওই ঘর থেকে আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগমকে মারপিট করে বের করে দেন আমার ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রুবি আক্তার। এরপর ওই ঘরে তার পরিচিত মানুষদের ঢুকিয়ে দেন রুবি।” রুবি আক্তার ঠাকুরগাঁও সদরের চিলারং ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি।
এদিকে, শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দেন আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম।
আঞ্জু আখতার বলেন, “রুবি আক্তার লোকজন নিয়ে এসে আমাকে ও আমার স্বামীকে মারপিট করে। সে আমাদের ঘর থেকে বের করে দিয়ে রাহিলা বেগম নামে তার পরিচিত মানুষকে ঢুকিয়ে দেয়। আমিসহ আরও দুইজনের সাথে ঠিক একই কাজ করেছে।”
চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, আলাদি হাটের ধনিবস্তি আশ্রয় কেন্দ্রে ঘরের তালিকায় আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগমের নাম আসে। সেই অনুযায়ী সাব-রেজিস্ট্রার অফিসে ঘরগুলো তাদেরকে রেজিস্ট্রি করে দেওয়া হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে রোববার দুপুরে চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি আশ্রয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে অভিযুক্ত ইউপি সদস্য রুবি আক্তারের নামে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে যার মামলা নং ২৬ তারিখ ২২ /৮/২১।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া তিনজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর রোববার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে আলাদিহাটের যাওয়ার পরে অভিযুক্ত রুবি আক্তারের বিরুদ্ধে প্রমান পাওয়া যায়। এরপর অভিযুক্ত রুবি আক্তারলে ইউপি সদস্য রুবি আক্তারকে আটক করা হয়।এবং নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply