নজরুল ইসলাম আলীম।
সময় যতোই বারছে, নির্বাচন ততই কাছে আসছে, বরিশাল জেলার,বাকেরগঞ্জ উপজেলার, ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘনিয়ে আসছে।১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের মাঝে আলোচনায় রয়েছেন পোড়াচিনা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মোঃ লোটাস আকনের সুযোগ্য পুত্র বর্তমান মেম্বার পদপ্রার্থী মোঃ বাবুল আকন। তিনি গ্রামের মানুষজনের সমর্থন পাওয়ার জন্য দিনরাত নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকটি ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন । ১নং পোড়াচিনা গ্রাম সহ পুরো ইউনিয়নের হাট-বাজারে,গ্রামেগঞ্জের অলিগলিতে সর্বসাধারণের মুখে আলোচনায় রয়েছে এবারের মেম্বার প্রার্থী দের মধ্যে যোগ্য ও সৎ এবং নিবেদিত প্রাণ হিসেবে হিসেবে বাবুল আকনের নাম। এলাকাজুড়ে তার অবস্থান অন্যসব প্রার্থীদের চেয়ে অনেক ভালো রয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। মোঃ বাবুল আকন জানান,জনগণের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। উন্নয়নই আমার লক্ষ্য, কারণ আমি সাধারণ একজন মানুষ,আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।এ প্রসঙ্গে তিনি আরো জানান যে,আমি কোন প্রার্থীর কিংবা বর্তমানে যিনি এই ওয়ার্ডের মেম্বার হিসেবে যিনি নিয়োজিত আছেন তার কাজের মূল্যায়নের উপর আপনাদের সকলের সুচিন্তিত রায় আমাকে দিবেন বলে আমি শতভাগ আশাবাদী। একইসাথে আপনারা সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার জীবনের বাকি জীবনটা আপনাদের জনসেবায় নিজেক উৎসর্গ করতে পারি।
Leave a Reply