নাজমুল হক মুন্না,উজিরপুর প্রতিনিধি ঃ-
বরিশালের উজিরপুরে অব্যবস্থপনার কারনে উইপোকার খেয়ে ফেলেছে নতুন বই পড়ে আছে সরকারি স্কুলের একটি শ্রেনী কক্ষে । সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিবছর সরকার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। করোনা মহামারির ভিতর থেমে ছিলো না শিক্ষার্থীদের নতুন বই দেয়ার কার্যক্রম। সকল শিক্ষার্থীদের বই না দিয়ে ডব্লিউ বি ইউনিয়ন ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে সকল বই মজুদ করে রাখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস । মাধ্যমিক শিক্ষা অফিসের খামখেয়ালীপোনাই নষ্ট হয়ে গেছে কয়েক হাজার বই। সরকারি ডব্লিউ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম জানান, মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে আমাদের স্কুলের একটি কক্ষ বই রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছি। প্রতিবছর ওই কক্ষে সকল প্রতিষ্ঠানের বই রাখা হয়। করোনায় স্কুল বন্ধ থাকায় ওই বইগুলো ওইখানে রেখে দেয়। বিল্ডিং টেম্পারেচার নষ্ট হয়ে যাওয়ায় নতুনকিছু বই ডেমেজ হয়ে নষ্ট হয়েগেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম জাহিদ হাসান জানান, আমি নতুন আসছি। কিভাবে নতুন বইগুলো নষ্ট হয়েছে তা আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস জানান, বিষয়টি আমার জানানেই। বিষয়টি শুনে মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি স্কুল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে।
Leave a Reply