সৈকত বাড়ৈ :-
আলোরানী ঢালী, স্বামী- মৃতঃ রনজিৎ ঢালী গ্রাম: মোল্লাপাড়া (গাঙলীর পাড়), পোঃ মোল্লাপাড়া, উপজেলা: আগৈলঝাড়া, জেলা: বরিশাল একজন সহায় সম্বলহীন অসহায় বিধবা। তার একমাত্র কন্যা শিলা রানী ঢালী গত দু’বছর আগে ক্যান্সার এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার চিকিৎসা করাতে তিনি ঋণসহ, ধারদেনা এবং সহায়-সম্বল বিক্রি করে সর্বশান্ত হয়ে পড়েন। ফলে বর্তমানে তার কোন মাথা গোঁজার ঠাঁই নেই। উপরন্তু তার একমাত্র কন্যার ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে তিনি বর্তমানে প্রায় =১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ঋণগ্রস্থ। তার নিজের কোন জমিজমা নেই। একটি খুপড়ি ঘরে পলিথিনের ছাউনি দিয়ে কোনমতে অর্ধাহারে-অনাহারে মানুষের জমিতে কিষান-বদলা দিয়ে দিনাতিপাত করেন। তিনি বর্তমানে সহায়-সম্বলহীন অসহায় এক বিধবা, চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায়, তিনি জগতের একজন সহায়-সম্বলহীন অসহায় বিধবা হিসেবে একটি নতুন ঘর/ ঘর নির্মাণের জন্য অনুদান/ আর্থিক সাহায্যের জন্য আবেদন করছেন।
অতএব, সবার নিকট বিনীত আবেদন এবং প্রার্থনা সার্বিক বিষয়টি সদয় বিবেচনা করে, মানবিক কারণে তিনি যাতে একটি নতুন ঘর/ ঘর নির্মাণের জন্য অনুদান/ আর্থিক সাহায্যে পেতে পারেন তাহার বিহিত ব্যবস্থা গ্রহণে সকলের মর্জি হয়।
যোগাযোগ- 01716650243 ভীষ্মদেব বাড়ৈ
আলোরানী-01966574203
Leave a Reply