বাকেরগন্জ প্রতিনিধি।
জাতীয় সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারিদের সংগঠন পিএ সোসাইটির কেন্দ্রিয় কমিটিতে যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ বেল্লাল হোসেন। তিনি (১২৪) বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার পিএ পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সংসদ ভবনের ৫ নং ব্লকে আয়োজিত কমিটির নির্ধারিত সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি পদে ৩০৩ মহিলা আসন-০৩ এর সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারি মোঃ আবু তাহের পাটোয়ারী ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৩০১ মহিলা আসন -০১ এর সংসদ সদস্যর ব্যাক্তিগত সহকারি মোঃ বাবুল হোসেন হাওলাদার।
নব-নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সাংবাদিকদের সাথে আলাপকালে, জাতীয় সংসদে ব্যাক্তিগত সহকারিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং দেশের সামগ্রিক উন্নয়নে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারিদের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে তিনি কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply