ঠাকুরগাঁও প্রতিনিধি।
উত্তর জনপদের জেলা ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান এ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক এওয়ান দলের কেন্দ্রীয় কমিটির সহ যোগাযোগ বিষয় সম্পাদক মনোনীত হওয়ায় তার নিজ গ্রামের বাড়িতে রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে এ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল এর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনায় রাজাগাঁও ইউনিয়ন বিএনপি ও আটোয়ারী উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
এ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল ঢাকা জর্জ কোর্ট ও ঠাকুরগাঁও জর্জ কোর্টের আইনজীবী এবং ঢাকা দক্ষিণ বিএনপি আইন সহায়তা কমিটির সদস্য।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী। এ সময় তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা একটি বিএনপির জন্য সু সংগঠিত এলাকা ঠাকুরগাঁওবাসী আপনারা গর্বিত এজন্যই যে আপনাদের ঠাকুরগাঁওয়ে জন্ম গ্রহণ করেছেন ক্লিন ইমেজের প্রতিচ্ছবি সুদূর এশিয়া মহাদেশর রাজনৈতিক মডেল সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুর রহমান।
এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আটোয়ারী উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,বলরামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,রাজাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,রাজাগাঁও ইউনিয়নের নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মাস্টার,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাহার আলী,এ্যাডভোকেট জাকির হোসেন জুয়েলের পিতা আতাউর রহমান,জয়নাল আবেদীন,আকরাম আলী প্রমূখ।
Leave a Reply