মোঃ আরিফ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ঃ-
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের দিঘন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিডিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে এবং দিনাজপুর এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অংশগ্রহন মূলক কর্ম-পরিকল্পনার
অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।দিঘন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র রায়ের
সভাপতিত্বে কর্ম-পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি’র ফিল্ডটিপি চাইল্ড স্পেসালিস্ট (এডুকেশান) পিন্টু মন্ডল,চাইল্ড প্রটেকশন অফিসার টনি কসকা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এলাকার সুপারভাইজার মুক্তা পারভিন। তাকে সহযোগিতা করে সিভিএ লিডার পঞ্চমী রায়,মোঃ আরমান,রিনা আক্তার। গত ২৪ আগষ্ট উক্ত বিদ্যালয়ে উন্নয়ন কর্ম
পরিকল্পনার সভায় সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ল্ড ভিশন দিঘন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পাঠ্যবই পড়ার পাশাপাশি অন্যান্য বিষয়ের বই পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ৩৩ সেট বই ও একটি বুক সেলফ্ প্রদনা করে। এই বইগুলো স্কুলের লাইব্রেরীতে সংরক্ষণ করা হবে এবং শিশুদের বই পড়তে উৎসাহিত করা হবে। বই ও বুক সেলফ্ প্রদান অনুষ্ঠানে ভাটপাড়া সিভিএ,এপিএস
সভাপতি সামিউল ইসলাম, স্কুলের শিক্ষক মুকুল আহম্মেদ, শিক্ষিকা জুইন ফারজানা, পুরবী রায়, আবেজান্নাত উপস্থিত ছিলেন। এছাড়া শিশু শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে পিতা-মাতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply