কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে হাতুড়ি বাহীনির সোহাগ গাজীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর জখম করেছে জেলে দুলাল দালাল (৪০)। সন্ত্রাসী হামলার এই ঘটনাটি ঘটে উপজেলার ধুলাসার ইউনিয়নের আশাখালী স্টানের মমিন ও মাহাবুব বিশ্বাসের দোকানের সামনে শনিবার সন্ধ্যায়। স্থানীয়রা জেলে দুলাল দালালকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। লিখিত অভিযোগে দুলাল জানান,সোহাগ গাজীর নেতৃত্বে রনি গাজী, জনি গাজীসহ ৬ জন আমাকে মোবাইল ফোনে ফোন দিয়ে আশাখালী ডেকে নিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে হাতুর,রট দিয়ে মারধর করে। এব্যাপারে অভিযুক্ত সোহাগ গাজী জানান, আমিও খয়রাতি দুলাল ও খয়রাতি ওর কাছে কির চাঁদা চামু। উল্টো ওর ছেলেরা আমাকে মারধর করেছে। যা এখানকার ব্যবসায়ীসহ অনেক মানুষ দেখেছে। এখন আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।
Leave a Reply