হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধি।
আপনার অধিকার আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাহালু উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস /২০২১ পালন উপলক্ষে র্যালী, মানববন্ধন শেষে এক আলোচনা সভা কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার মোঃ ময়নুল হক সরকার,কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি, মহিলা বিষয়ক অফিসার তান্জিমা আক্তার, স্বর্ণ পদক প্রাপ্ত কাহালুর সফল মৎস্য চাষী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সন্চালন করেন কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান সহসভাপতি আতিকুল ইসলাম আতিক।
Leave a Reply