হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধি।
বুধবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর এলাকায় রেললাইনের উপর হতে অজ্ঞাতনামা ৮ বছরের এক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাহালু হাসপাতালে ভর্তি করা হয়েছে। জৈন্যক এক সিএনজি চালক গুরুতর আহত অবস্থায় রেল লাইনের উপরে পড়ে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে কাহালু হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে চলন্ত ট্রেন থেকে পড়ে যেতে পারে। সে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছেন এবং তার মুখ মন্ডল সহ শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও জখমের দাগ রয়েছে।
Leave a Reply