হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধি।
গত ৩০ মার্চ বুধবার তারিখ গভীর রাতে ভিকটিম অটো ভ্যান চালক বিজয় হোসেন (১৭), পিতা মোঃ লিটন আলী, সাং- ছয়ঘড়িয়া, ইউনিয়ন- সোনারায়, থানা- গাবতলী, জেলা- বগুড়া নামক ব্যক্তি কাহালু থানাধীন নারহট্র ইউনিয়নের ভেফরা ডি কে রাইস মিলের পিছনে রাস্তার পাশে কোন সময় কেবা কাহারা ভিকটিমকে চাকু দিয়ে পিঠের নিচে অসংখ্য স্থানে রক্তাক্ত জখম করে কাল ভার্টের নিচে পানিতে ফেলে চলে যায়।খবর পেয়ে মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম), বগুড়া, জনাব মোঃ আমবার হোসেন, অফিসার ইনচার্জ, কাহালু থানা, বগুড়া, অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই (নিঃ) মোঃ রেজাউল করিম লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া ফরেনসিক বিভাগে প্রেরন করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।
Leave a Reply