হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধি ঃ-
১০ সেপ্টেম্বর বিকালে কাহালু প্রেসক্লাবে মামলা বাজদের হাত থেকে মুক্তি পেতে পাইকড়ের রেজাউল করিম রাজু নামে এক লোক সংবাদ সম্মেলনে করেন। সংবাদ সম্মেলনে রাজু বলেন পাইকড় গ্রামের মৃত রমজান আলীর ৫ পুত্র দুলাল,ওয়াহেদ,মুরাদ,খায়রুল,কামরুল মামলাবাজ,ভূমিদস্যু,ইভটিজিং,নারীনির্যাতনকারী,প্রাননাশর হুমকীদাতা। তাদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। তাদের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়।এ সময় পাইকড় ইউপি চেয়ারম্যান মিঠু চৌধুরীসহ ব্যবসায়ী ও অনেক গ্রামবাসী উপস্থিত ছিলেন। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর কাহালু প্রেসক্লাবে আরো এক ব্যবসায়ী সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন।
Leave a Reply