হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধি।
বগুড়ার কাহালু থানা পুলিশ শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাশিমালা গ্রামের একটি পুকুর থেকে আদরী বেগম (৪২) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছেন। আদরী বেগম কাহালু উপজেলার কাশিমালা গ্রামের মৃতঃ রমজান আলীর স্ত্রী। তার গলায় আঘাতের দাগ রয়েছে থানা পুলিশ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছেন।
শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন সহ থানা পুলিশ সদস্যবৃন্দ।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন এর সাথে কথা বলা হলে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply