পহারুনুর রশিদ,কাহালু বগুড়া প্রতিনিধি।
বুধবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়শন অফ ইউর্নিভারসিটি,মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং (সাওমি) এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা স্টুডেন্ট্স এ্যাসোসিয়শন অফ ইউর্নিভারসিটি,মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং (সাওমি) এর সভাপতি মিনহাজ আবেদীন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান,কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) এর প্রতিনিধি এস আই মাহবুব আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ ইউর্নিভারসিটি,মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং (সাওমি) এর উপদেষ্টা আবুল মুনসুর খান,ডাঃ সামছুল আরোফিন (জুয়েল),প্রভাষক পি এম মাকছুদুর রহমান,প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু,৪০ তম বিসিএস এর মধ্যে জোবায়ের হোসেন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪০ তম বিসিএস এর ইমরান হোসেন,হেমায়েত রহমান,তালহা সামি, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি,সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন সহ কাহালু প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউর্নিভারসিটি,মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়শন অফ ইউর্নিভারসিটি, মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং (সাওমি) ৃএর সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
Leave a Reply