হারুনুর রশিদ,কাহালু বগুড়া প্রতিনিধি।
গতকাল ২৮শে এপ্রিল বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ১৮ জন অসহায় গরীব দুঃস্থদের মাঝে প্রত্যককে ৬ হাজার ৩”শ ২০ টাকা করে মোট ১ লক্ষ ১৩ হাজার ৭”শ ৬০ টাকা সরকারি যাকাত প্রদান করা হয়।
উক্ত সরকারি যাকাত প্রদান করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার,ইসলামিক ফাউন্ডেশন নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া উপজেলা ফিন্ড সুপার ভাইজার মুহম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ,কাহালু রিসোর্স সেন্টার কাম-অফিসের কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ,সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী প্রামানিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ
Leave a Reply