হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধি।
গত ৪ ই মে বুধবার বিকালে কাহালু নারহট্র ইউনিয়নে শিলকওঁর গ্রামে সার্চ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ঈদ পৃর্নমিলনী অনুষ্ঠিত হয়, সার্চ কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম,নারহট্র ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, মুশফিকুর রহমান কাজল, এছাড়া আরো উপস্থিত ছিলেন ৪০ তম বি সি এস ক্যাডার জোবায়ের হোসেন, কাহালু প্রেসক্লাবে সভাপতি ইউনুস আলি টনি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, অএ ইউনিয়নে গন্যমান্য ব্যওিবর্গ ও সার্চ কমিটির সকল সদস্য বৃন্দ।
Leave a Reply