হারুনুর রশিদ,কাহালু বগুড়া প্রতিনিধি।
বগুড়া টু নওগাঁ মহাসড়কে কাহালু কাজীপাড়া বাসস্ট্যান্ডে নিকটে গত বৃহস্পতিবার ১২টায় নওগাঁ মৃখী দ্রতগামী যাএীবাহী বাস অটোভ্যান কে ধাক্কা দিয়ে দ্ররুত্ব পালিয়ে যায়। অটোভ্যানে থাকা যাএী ফালগুনী রানী (২২) নামক গৃহবধূ ঘটনাস্থলে নিহত হয়। জানাগেছে ফালগুনী রানী ঐ দিন তার স্বামী, বাবা,মা,সহ আত্মীয় স্বজন নিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে কাহালু উপজেলায় কালাই ইউনিয়নে শিবতলা মেলায় অটোভ্যান যোগে যাওয়ার পথে অজ্ঞাত নামা বাসটি পিছন থেকে ধাক্কা দিলে দৃরঘটনা ঘটে। ফালগুনী রানী কাহালু পৌর এলাকার টি এন টির পিছনে অরুণ কুমার মহন্ত রকির স্ত্রী।
Leave a Reply