হারুনুর রশিদ,কাহালু বগুড়া প্রতিনিধি।
গতকাল ৯ই মার্চ কাহালু দুর্গপুর ইউনিয়নে আড়োবাড়ী মৃত লইম উদদীনের পুএ আঃ ছামাদ এর বাড়িতে বিদ্যুৎতের শট সারকেট থেকে আগুনের সুএপাতে ঘটে। বুধবার সকাল ১১ টাই তার বাড়িতে আগুন লেগে দাবানলে পুড়ে ঘরের ছাউনি থেকে শুরু করে ঘরের আসবাবপত্র সহ পুড়ে যায়, প্রতিবেশি ও আশপাশের লোকজন পুকুরের পানি দিয়েও আগুন নিবানোর জন্য চেষ্টা করে,আগুন নিবাতে না পারাই,পরে কাহালু থানা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷আগুনে পুড়ে ঘরের আসবাবপত্র ছাউনি সহ অনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে ধারণা করা হয়েছে।কাহালু উপজেলা নিবাহী অফিসার ঘটনাটি অবগত হইলে কাহালু থানা অফিসার ওসিনআমবার হোসেন তার সঙ্গেীয় ফোস সহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply