হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধি।
১৭ই এপ্রিল রবিবার দুপুরে কাহালু থানার এসআই(নিঃ) মোঃ আল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ আব্দুল করিম (৩৬), পিতা মৃত আঃ মালেক, সাং- সাঘাটিয়া নয়াপাড়া, থানা- কাহালু, জেলা- বগুড়া নামক ব্যক্তিকে ৩০ পিচ Tapentadol 100mg ট্যাবলেট সহ কাহালু থানাধীন কাহালু পৌরসভার কাহালু বাজারস্থ বটতলায় সিএনজি স্ট্যান্ডের পাশে উপস্থিত হয়ে তাকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে তার নিকট হতে ৩০ পিচ Tapentadol 100mg ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সহ থানায় এসে এজাহার দায়ের করে।
Leave a Reply