হারুনুর রশিদ,কাহালু বগুড়া প্রতিনিধি।
রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে কাহালু প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ কাহালূ উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান বলেন, আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় বগুড়ার কাহালু উপজেলায় তৃতীয় পর্যায়ে ৬৮টি গৃহহীন পরিবাবের কাছে দূর্যোগ সহনীয় বাসগৃহ, দলিল ও চাবি হস্তান্তন করবেন। তিনি আরও বলেন, কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবড়া ও শীতলাই ৪৭টি, দূর্গাপুর ইউনিয়নের জীবনপুকুর ৬টি, নারহট্র ইউনিয়নের কড়ই গোকুল ও কল্যাণপুরে ১৫টি সহ মোট ৬৮টি দূর্যোগ সহনীয় বাসগৃহ সরকারি খাস জায়গার উপর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ২টি বাসগৃহ নির্মাণ করা হয়েছে উপজেলা পরিষদের অর্থায়নে।
প্রতি পরিবারের জন্য ২টি বেডরুম, ১টি রান্নাঘর, ১টি টয়লেট ও ১টি বারান্দা রয়েছে। প্রতিটি বাসগৃহ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫”শ টাকা। বাসগৃহ নির্মাণের সময় সাংবাদিকেরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ সহ সার্বিকভাবে সহযোগিতা করায় তিনি সাংবাদিকদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।
প্রেস ব্রিফিং এ সময় উপস্থিত ছিলেন কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সিনিয়র সহ-সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক এম এ মতিন সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply