পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর।
যশোরের কেশবপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নিজ হাতে গড়া দেশের সর্ববৃহৎ কৃষক সংগঠন বাংলাদেশ কৃষকলীগের গৌরবময় ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার (১৯ এপ্রিল) আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু।
অনান্যাদের মধ্যে বক্তব্য রাখেন,মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম,গৌরিঘোনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, মঙ্গলকোর্ট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বিধু মল্লিক, আঃ গফুর প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে কিংবদন্তি আইনজীবী সিরাজুল ইসলাম খানকে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠাকালে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কৃষকলীগ ঘনিষ্ঠভাবে জড়িত এবং অন্যতম সহযোগী সংগঠন হিসাবে বর্তমানে দেশের কৃষকদের উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কৃষক লীগের নেতা মোঃ আলমগীর হোসেন।
You need to take part in a contest for one of the highest quality sites on the net. I am going to recommend this site!