তন্ময় দেবনাথ,রাজশাহী প্রতিনিধি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আগলপুর বেইনাপুকুর গোগ্রাম ইউনিয়ন রবিউল ইসলাম বিবাদীর বাড়ীর সামনে একটি সরকারী অনুদানের পানির পাম্প বসানো আছে । সেখান থেকে আশে পাশের সবাই পানি নিয়ে ব্যবহার করে। অধিকাংশ সময় উক্ত মোটার থেকে পানি নিতে গেলে বিদ্যুৎ বিল ব্যতিত বাড়তি টাকা দাবী করে । উক্ত টাকা দেওয়ার জন্য সময় চাই।
পরবর্তীতে উক্ত মোটর থেকে পানি নিতে গেলে ৫ নং বিবাদী মোটরের লাইন বন্ধ করিয়া দেয়। ঘটনার দিন ০৬/০৪/২০২২ তারিখ সন্ধ্যা ০৬:১০ ঘটিকার সময় মোশারফ এর ভাবি পানি নিতে গেলে (২)মাতিন আলী ও(৪)পারভিন বিবাদীদ্বয় আমার ভাবিকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমার গালিগালাজ করিতে নিষেধ করিলে উল্লেখিত বিবাদী ছয় মোশারফ এর ভাবিকে বাঁশের লাঠি দ্বারা এলোপাথারী ভাবে মারপিট করিয়া শারীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা কালোশিরা জখম করে।
তখন মোশারফ এর মেজো ভাই মোরসালিন আগাইয়া গেলে (১) হকমুল আলী ও( ২) মাতিন আলী বিবাদীর বিবাদীরয় বাঁশের লাঠি দ্বারা এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা কালোশিরা জখম করে। ঐ সময় আমার ছোট ভাই তাকবীর আগাইয়া গেলে ২ নং বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে মাথা ফাটা রক্তাক্ত জখম হয়।
১ হকমুল আলী ও( ৩) রবিউল ইসলাম বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা মোশারফ পিতার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী ভাবে মারপিট করিয়া ছেলা ফোলা জখম করে এবং ১ নং বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার পিতার মাথায় আঘাত করিলে মাথায় লেগে গুরুত্বর রক্তাক্ত জখম হয় । অতঃপর আমি ঘটনাস্থলে আগাইয়া গেলে সকল বিবাদীগণ আমাকে এলোপাথারী বাঁশের লাঠি দ্বারা আঘাত করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা ও কালোশিরা জখম করে। উল্লেখিত বিবাদীগণ আমাদের বসত বাড়ীতে ইট ছুড়ে মেরে বসত বাড়ীর দরজা সহ বাহিরের বেড়ার টিন ভেঙ্গে ১০,০০০/-(দশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। অতপর আমাদের ডাক – চিৎকারে ঘটনাস্থলের আশে পাশের সাক্ষী সহ অন্যান্য লোকজন আগাইয়া আসিলে উল্লেখিত বিবাদীগণ খুন জখমের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।
Leave a Reply