তন্ময় দেবনাথ,রাজশাহী প্রতিনিধি।
রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বহুল আলোচিত সেচের পর্যাপ্ত পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় রুজুকৃত আত্মহত্যার প্ররোচনাপ্রদান মামলার পলাতক আসামী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর মো: সাখাওয়াত হোসেন (৩০), পিতা- মৃত হারুন,সাং -ঈশ্বরীপুর, থানা- গোদাগাড়ী,জেলা: রাজশাহী আটক করেছে গোদাগাড়ী থানা পুলিশ।৩/৪/২০২২ তারিখ দিবাগত রাত ০১.০০ টার দিকে রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন,বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ গোদাগাড়ীর নেতৃত্বে গোদাগাড়ী থানাধীন চব্বিশনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সেচের পানি না পেয়ে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনাটি রাজশাহীসহ সারাদেশে আলোড়ন সৃষ্টি করে।
Very nice write-up. I definitely appreciate this site. Thanks!