নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাথী এনামুল হক সাগরের বিরুদ্ধে নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ উঠেছে। পাশাপাশি এলাকায় বহিরাগতদের ভাড়ায় এনে মোটরসাইকেল শোডাউন দিয়ে শান্তিপ্রিয় নারী পুরুষকে আতংকিত করে তুলছে বলে জানা যায়। নির্বাচনকে ঘিরে সহিংশতার আশঙ্কা করছেন সাধারন ভোটাররা। এসব বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করেছেন এলাকার শান্তিপ্রিয় মানুষ। বিশেষ করে নির্বাচনে এই সময়ে আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে এলাকায় ভোট কিনতে দেদারছে কালো টাকা ছড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে বলে জানা যায়। এবং ভাড়ায় লোক এনে এলাকায় মহড়া দিয়ে এলাকার শান্তিপ্রিয় মানুষের মাঝে ভয়ার্ত পরিবেশ বিরাজ করছে। নাম বলতে অনিচ্ছুক একজন প্রার্থী বলেন, ভাই আমার নাম প্রকাশ করবেন না। গত নির্বাচনে এনামুল হক সাগরের সমর্থক কর্তৃক অনেক সাধারণ ভোটার হামলার শিকার হয়েছে। এ বছর এই সেন্টারে সুষ্ঠ ভোট হবে জেনে আমরা নির্বাচনে অংশগ্রণ করেছি, কিন্তু এখন দেখি পুরোনো দিনের কোন রীতি- নিতিই ভোলেননি সাগর। বিভিন্ন যায়গায় তার লোক কর্তৃক আমাদের সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব কারণে শান্তিপ্রিয় মানুষের ভাষ্য : সাগরের লাগাম টেনে ধরতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। যাতে এলাকার পরিবেশ বিঘ্নিত না হয়, মানুষ যাতে শান্তিতে বসবাস করে শান্তিপূর্ন পরিবেশে ভোট প্রদান করতে পারে। এ ব্যাপারে জানতে চরকাউয়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী এনামুল হক সাগরের সাথে মুঠোফোনে যোগাযোগের জন্য কল দিলেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply