মোজাম্মেল হক লিটন,নোয়াখালী প্রতিনিধি।
চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ঘাটলাবাগ আনোয়ার মাষ্টারের বাড়ির মাও ছেলেকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে একই বাড়ির সৈয়দ আহমেদ এর ছেলে কামালা হোসেন সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে একই বাড়ির কামাল হোসেন এবং তার পরিবারের লোকজন মৃত আজাদ হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও ছেলে সাইফুল ইসলাম কে গত (৫ এপ্রিল) বিকেলে মারধর করে আহত করে এবং তাদের ঘরের বেড়ে ভাংচুর করে। এই ব্যাপারে সাইফুল ইসলাম বাদী হয়ে গত (১০ এপ্রিল) অভিযোগ দায়ের করে। চাটখিল থানার (ওসি) গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত চলছে। উল্লেখ্য গত (৫ এপ্রিল) কামাল হোসেনের বসতঘর ভাংচুরের অভিযোগে কামাল হোসেন বাদী হয়ে সাইফুল ইসলাম ও তার ছোট ভাই রনি কে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে।
Leave a Reply