মোজাম্মেল হক লিটন,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী জেলার চাটখিল প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল শনিবার (৩০ এপ্রিল) প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শোয়েব হোসেন ভুলু’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা। বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানার ওসি মোঃ গিয়াস উদ্দিন ও চাটখিল প্রেস ক্লাবের আজীবন সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক রফিক উল্যাহ মনু। আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাংবাদিক দিদার-উল-আলম,জাতীয় প্রেস ক্লাবের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান,মামুন হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাটখিল প্রেস ক্লাবের সাথে সম্পৃত্ত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ। ইফতার মাহফিল শেষে সকল সাংবাদিকদের মাঝে প্রেস ক্লাবের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়।
Leave a Reply