নজরুল ইসলাম আলীম।
বাকেরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে মিথ্যা মামলা দায়ের অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর নিবাসী স্বর্গীয় অনিল পালের পুত্র সুধাংশ পালের সাথে একই সাকিনের নিরঞ্জন পালের পুত্র শ্যাম সুন্দর পালের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসিতেছে ছিল। ভুক্তভোগী সুধাংশ পাল জানান সম্পত্তিতে তাহার পত্রিক সূত্রে রেকর্ডিয় সম্পত্তিতে ভবন নির্মাণ করিলে ভূমিদস্যু শ্যামসুন্দর পাল ও তার পিতা নিরঞ্জন পাল প্রতিহিংসাপরায়ণের বশবর্তী হয়ে গত ২০শে মার্চ নিজ গৃহের আসবাবপত্র ভাঙচুর ও তার মাতা গীতা রানী পালকে মিথ্যা নাটক সৃষ্টি করে হাসপাতালে ভর্তি দেখিয়ে এবং তাহাকে বাদী বানিয়ে বাকেরগঞ্জ থানা কে বিতর্কিত করে বিগত ইং ২৮/০৩/২২ তারিখে মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বাঃদঃবি আইনের ১৪৭/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৫৪/৫০৬(২) ধারায় সুধাংশু পালের পুত্র বিপ্লব পাল, স্বর্গীয় অনিল পাল এর পুত্র সুধাংশু পাল, ধীরেন পালের পুত্র বিষ্ণু পাল, স্বর্গীয় অনিল পালের পুত্র হিমাংশু পাল,সুধাংশু পালের পুত্র মিঠুন পাল,শান্তি পালের পুত্র নিখিল চন্দ্র পাল মোট৷ ৬ জন সহ ৫/৭ জনকে অজ্ঞাতনামা বিবদী করে মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত প্রতিবেদনের জন্য বরিশাল জেলার গোয়েন্দা সংস্থার ওসিকে আদেশ দেন। এ বিষয়ে ভুক্তভোগী সুধাংশ পাল জানান বিষয়টি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।
Leave a Reply