শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” স্লোগানকে সামনে রেখে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ” উপলক্ষে সারাদেশ ন্যায় বানারীপাড়ায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারে অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করা হয়।
২৮ আগস্ট শনিবার বেলা ১২ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের এ মত বিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন কর্মকর্তা প্রতুল জোয়ার্দার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,নির্বাহী সদস্য গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।
জানা গেছে পিরোজপুর ১ আসনের এমপি ও
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিমের প্রচেষ্টায় গোপালগঞ্জের ন্যায় বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলায় দেশীয় শামুক ও ঝিনুক চাষের প্রকল্পের আওতায় আনায় হয়।
Leave a Reply