আজমীর হোসেন তালুকদার,ঝালকাঠি।
ঝালকাঠিতে চাঞ্চল্যকর মিরাজ শেখ হত্যা মামলার এজাহারভূক্ত দুই ইউপি সদস্যসহ প্রধান ৩ আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি খলিলুর রহমান হত্যার রহস্য উদঘাটনের লক্ষে আদালতে তিন আসামীকে জিজ্ঞাসাদের জন্য ৫দিনের রিমান্ডাবেদন জানান।
ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এজারভূক্ত প্রধান আসামী ইউপি সদস্য নজরুল ইসলাম, ২নং আসামী ইউপি সদস্য উজ্জল হোসেন ও ৩নং আসামী আসামী সেলিম মৃধা কে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আগামী কাল বুধবার তিনদিনের রিমান্ড শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে এলাকর নিরীহ ও কর্মঠ যুবক মিরাজ হত্যার প্রতিবাদে বিক্ষুদ্বু এলাকাবাসী হত্যাকারীদের কঠোর বিচার দাবী করে পুরো জেলা সদর ও আশেপাশের এলাকায় পোষ্টারিং করেছে।
বাদীর আইনজীবী ও পুলিশ সূত্রে জানাগেছে, জমি ও ব্যবসায়িক বিরোধের জের ধরে প্রতিপক্ষ ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য (১নংপ্যানেল চেয়ারম্যান) নজরুল ইসলাম ও ইউপি আ’লীগ সাধারন সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জল হোসেন খানের নেতৃত্বে কয়েকজন ১৪ ডিসেম্বর ২০২১ইং তারিখ রাতে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি বাজারে মিরাজ শেখকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহত মিরাজের মা বাদী হয়ে সদর থানায় দুই ইউপি সদস্যসহ মোট ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলা ১০ আসামি উচ্চ আদালত থেকে জামিন লাভের পর গত ৩০ জানুয়ারি ও ০২ ফেব্রুয়ারী সকল আসামী আদালত আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এছাড়া এজাহারনামীয় এক আসামি ঘটনার পরে গ্রেপ্তার ও একজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
গত ৫ ফেব্রুয়ারী তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে প্রধান ৩ আসামি নজরুল ইসলাম, উজ্জল হোসেন ও ৩নং আসামী সেলিম মৃধাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। তদন্ত কর্মকর্তার সদর থানার ওসি খলিলুর রহমান সোমবার তিন আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ঝালকাঠি থানায় আসেন।
Leave a Reply