ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার সকালে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড, আনোয়ার হোসেন আনু’র বাস ভবনে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৭ নং ইউনিটের পক্ষ থেকে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনুকে ফুলেল শুভেচ্ছা জানান ৭ নং ইউনিটের সভাপতি মোকছেদ খলিফা ও সাধারণ সম্পাদক আঃ মালেকসহ দলীয় নেতা কর্মীরা।
এসময় আনোয়ার হোসেন বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি সেজন্য পার্টির সকল পর্যায়ের নেতা কর্মীদের সহযোগিতা কামনা করছি। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।”
এ সময় আগত নেতা কর্মীরা তাকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন এবং উত্তরোত্তর তার জন্য সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply