ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠিতে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ এপ্রিল) সকাল ১১টায় শহরের নোহা গার্ডনের হলরুমে জিয়া মঞ্চের আহ্বায়ক মো: আজিজুর রহমান বশিরের সভাপতিত্বে ও সদস্য সচিব তাইফুর রহমান মুছার সঞ্চাচালনায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিনের বিএনপি নেতা মোঃ মাহামুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ রুবেল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক এজাজ আহমেদ, সাধারণ সম্পাদক মোখোকন মল্লিক,যুবদলের ঝালকাঠি জেলা আহ্বায়ক মোঃ শামীম তালুকদার,সদস্য সচিব এড. আনিচুর রহমান খান,সিনিয়র সহসভাপতি মোঃ রবিউল হোসেন তুহিন,কৃষক দলের সদস্য সচিব মোঃ তকদীর হোসেন,শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, কৃষক দলের সদর উপজেলা সভাপতি চাষী নান্না খলিফা,জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক এড.আল আমীন,আইনজীবি পরিষদের প্রচার সম্পাদক এড. মুশফিকুর রহমান বাবু,মিজানুর রহমান নাছির, মোঃ মামুনুর রশিদ,নজরুল ইসলাম তালুকদার, প্রমুখ। বক্তারা শহীদ রাস্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্যে জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে এক মঞ্চে আসার আহ্বান জানান। সভায় সদস্যদের পরিচয় পর্ব এর মাধ্যমে এক অপরের সাথে পরিচিতি লাভ করেন। এছাড়াও এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply