রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশে চলমান করোনাভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দেশব্যাপি সোনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় ঝালকাঠি জেলার হতদরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠির স্বাভাবিক জীবনযাপনে অসামর্থ্য বা ক্ষতিগ্রস্ত জনগনের মধ্যে ২ হাজার টাকা করে পরিবার প্রতি মোট ১ লক্ষ ৭৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার ঝালকাঠি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালি ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, বরিশাল এর জেনারেল ম্যানেজার এ.কে.এম সেলিম আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জহিরুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্তসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
১২ আগষ্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার মু. আসাদুজ্জামান মোল্লা।
Leave a Reply