রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি।
জেলা প্রসাশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার,সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্যে ১৭মার্চ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসক মোঃ জোহর আলী তার কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে মিলিত হন। সন্ধ্যায় ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে ৭দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলায় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসব অনুষ্ঠানে পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply