রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি।
হাটি হাটি পা পা করে মোহনা টেলিভিশন ১ যুগে পদার্পণ করেছে আজ। বুধবার (১০ নভেম্বর) রাতে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. রুহুল আমিন রুবেল। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক দুরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, যমুনা টেলিভিশন জেলা প্রতিনিধি দুলাল সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সময় টিভির ষ্টাফ রিপোর্টার ও ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, এ্যাডভোকেট মানিক আচার্য্য, নিউজবাংলা প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুবলীগ নেতা ছগির হোসেন, খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স, আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম, বাংলাটিভি প্রতিনিধি রতন আচার্য্য, বিজয় টিভি জেলা প্রতিনিধি মোঃ মাসুম খান প্রমুখ।
চ্যানেল নিউজ২৪ জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
Leave a Reply