ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠিতে রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের এইএসসি (বিএম) দ্বাদশ শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজেরে অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এইএসসি (বিএম) শাখা প্রধান প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু।এসময় বক্তব্য রাখেন কৃষি ডিপ্লোমা শাখার প্রধান কৃষিবিধ ড. চিত্ত রঞ্জন সরকার, ভোকেশনাল শাখার প্রধান মো: হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর কৃষিবিধ মো: মনিরুল ইসলাম, জু.প্র. মোঃ আঃ কাদের মিয়া, বিএম শাখার প্রদর্শক কবিতা সিকদার প্রমুখ। এ সময় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজের স্মৃতিচারণ করে বক্তব্য পেশ করে।
কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “তোমরা উচ্চ শিক্ষা গ্রহন করে দেশ জাতি ও বাবা মায়ের খেদমতে নিয়োজিত রইবে। মানুষের সাথে সুন্দর আচরণ করবে, ভদ্রতা ও সভ্যতার প্রতি নজর রাখবে। তিনি আরো বলেন, পরীক্ষার নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন করবে। সবাই নকলকে না বরতে হবে এবং পরীক্ষার হলে কোন রকম অসদোপায় অবলম্বন করা যাবেন।৷
এইএসসি (বিএম) শাখা প্রধান প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন, “ এ বিদায় আনন্দের বিদায়, উচ্চতর জীবনে পদার্পনের বিদায় তবে আনন্দ বেদনা উভয় এ বিদায়ের মাঝে বিরাজমান আছে। তিনি বলেন, সৃষ্টিকর্ত, পিতা-মাতা ও শিক্ষক গুরুজনের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে। কখনই তাদের অবাধ্য হওয়া যাবে না।
পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এবং দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষনা করা হয়।
Leave a Reply