ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠিতে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মানপাশা স্ট্যান্ডস্থ বায়তুল ফালাহ জামে মসজিদ ও এতিম খানায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা ও চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান। এসময় মসজিদের মুসল্লি ও এতিম খানার ছাত্ররা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন,দ্বীন প্রতিষ্ঠা ও সমাজ কল্যাণমূলক কাজে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।তিনি সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য সফলতা লাভের জন্যে আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাচ্চু জানান,“আমার মরহুম পিতা মাতার স্মৃতি ধরে রাখা ও সমাজ কল্যাণমূলক কাজের জন্যে বাবা মায়ের নামে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করছি। প্রতি বছরের ন্যায় এবছরও রমজানে এতিম ও গরীব অর্ধশতাধিক মানুষের মধ্যে ইফতারী বিতরণসহ সাধ্যমত সামান্য দান অনুদানের চেষ্টা চালাচ্ছি। আল্লাহ আমার নেক মাকসুদ ও ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের তৌফিক দান করুন।” এছাড়াও তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।
Leave a Reply