ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠি জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদকের পদ পেল ঝালকাঠি পৌরসভার ৩নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি নিবাসী আলহাজ্ব মুনসুর আলী হাওলাদার ও মোসা: বকুল বেগমের মেঝো পুত্র মো: ইউনুস হাওলাদার। নবগঠিত জেলা কমিটিতে এড. আনোয়ার হোসেন আনুকে সভাপতি ও এড. মো: আ: আলীমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির দপ্তর সম্পাদক মো: ইউনুস হাওলাদার জাতীয় যুব সংহতির জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ১৯৯৬ সালে জাতীয় ছাত্র সমাজের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, ২০০৩ ও ২০০৯ সালে জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৬ সালে জাতীয় তরুন পাটির্র জেলা আহ্বায়ক, ২০০৯ সালে জাপার জেলা শাখার যুগ্ম দপ্তর সম্পাদক, ২০১৪ সালে জেলা জাতীয় পাির্টর যুগ্ম সাাংগঠনিক সম্পাদক, ২০১৭ সালে জেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য, সালে জাতীয় যুব সংহতির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং ২০১৮ সালে সাধারণ সম্পাদক, ২০২২ সালে যুব সংহতির জেলা কমিটির সাধারণ সম্পাদক, সন্ধানী ডোনার ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক (২০০৮-৯),পরবর্তীতে সহ সম্পাদক, নেছারাবাদ দরবার শরীফের আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটির সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, ঝালকাঠি যুব ইউনিটের সদস্য, এরশাদ শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব নগর মসজিদ কমিটির সদস্য ও দারুস সালাম জামে মসজিদের সাবেক সেক্রেটারী, ঝালকাঠি আউডিয়াল কেজি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও ঝালকাঠি সিটিজেন সোসাইটির (জেসিএস) আহ্বায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মো: ইউনুস হাওলাদার এক প্রতিক্রিয়া জানান, আমাকে ঝালকাঠি জেলা কমিটির দপ্তর সম্পাদক নির্বাচিত করায় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানসহ সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানাচ্ছি।
Leave a Reply