কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে ঢেলু রাম(৪৫)নামে এক দিনমজুরের মৃত্যুর ঘটনা ঘটে।
বুধবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা টাওয়ার পারা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ঢেলু রাম ওই গ্রামের শুধু রামের ছেলে। জানা যায়,ঢেলু রাম পেশায় দিনমুজুর ছিলেন প্রতিদিনের ন্যায় বুধবারে দুপুর আনুমানিক আডাইটার দিকে তার বাড়ির পাশে অন্যের আমন ধান ক্ষেতে দিনমজুর হিসাবে আগাছা নিড়ানী করতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে সে ভিষন অসুস্থ হয়ে পড়ে।সাথে সাথে স্থানীয় ও পরিবারের লোকজন মিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঢেলু রামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ।
Leave a Reply