কুদরত আলী,ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
(১২ই অক্টোবর) মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের বাড়ির পাশের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি এলাকার শাহাবুদ্দিনের ছেলে রিফাত (৪) ও সাবলুর ছেলে কাউসার (৩)। সম্পর্কে তারা দু’জন চাচাতো ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল।
তিনি বলেন কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply