ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
দেশের উত্তর জনপদে সেচ প্রকল্প হিসেবে ১৯৯০ সালে মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উত্তর জনপদের জনগণের কথা চিন্তা করে উদ্বোধন করেন টাংগন নদীর উপর টাংগন ব্যারেজ। ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা অবস্থিত টাংগন ব্যরেজটি প্রতি বছরের ন্যায় মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় ব্যরেজের মোট পাঁচ টি গেটের মধ্যে পাঁচটিই গেট তুলে দেওয়া হয়।এর মধ্যে এলাকার মাছ শিকারীদের মাছ ধরার উৎসব শুরু হল। ২৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিশেষ দোয়া শেষে আনুষ্ঠানিক ভাবে গেটের সুইচের মাধ্যমে গেট তুলে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,আবু নাসের মোঃ ওবায়দুল্লাহ, উপ বিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও। ভানু জয় দাস উপ -প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও,বিভুতি রায় উপ সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও।
এছাড়াও উপস্থিত ছিলেন, নৃপেন চন্দ্র ঝ্যঁা,সভাপতি ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্য, নজরুল ইসলাম সভাপতি টাংগন ব্যরেজ পরিচালনা কমিটি মোঃ খাদেমুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, শাহিনুর রহমান সভাপতি ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ, আলম হোসেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেক লীগ, ইব্রাহিম আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন কমিটি , সুরুজ আলী প্রমূখ।
Leave a Reply