কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ-
করোনা ভাইরাসে মহামারি ঠেকাতে বাংলাদেশ সরকার বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৭ সেপ্টেম্বর সারা দেশ ব্যাপী ইউনিয়ন পর্যায় করোনা ভেকসিন দেওয়া শুরু হয়েছে।সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ টি ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়ন পরিষদে ভ্যাকসিন দেওয়া হয়।
মঙ্গলবার সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ,৩ নং আকচা ইউনিয়নের আব্দুর রশিদ ডিগ্রি কলেজে,৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদের কে কে লক্ষীর হাট উচ্চ বিদ্যালয়ে,৬ নং আউলিয়া পুর ইউনিয়ন পরিষদ,২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ সহ উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি ইউনিয়নের তিনটি করে ওয়ার্ডের জনসাধারণকে টিকা প্রদান করেন।
৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন,আজকে কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে আমার ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৬শত জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে সাথে প্রতি জন টিকা গ্রহণকারীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ বলেন, বাংলাদেশ সরকারের টিকা প্রদান কার্যক্রম হিসেবে আমরা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের যথাক্রমে ছয়শত জনকে করোনা ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি।
২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে টিকা প্রদান করা হয়েছে ।
১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম সরকার বলেন, আজকে আমরা তিনটি ওয়ার্ডের দুইশত করে মোট ছয়শত জনকে করোনা ভেকসিন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে টীকা নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৪ টি ইউনিয়ন পরিষদে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু করছে, স্বাস্থ্য বিধি মেনে টিকা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply