ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা ছাত্রলীগের পদধারী নেতা ও পদ বঞ্চিত নেতা কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা ওসি তদন্ত শহিদুর রহমান (শহিদ)
রবিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে রুহিয়া থানা শহরের চৌরাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে ।
জানা যায়,রুহিয়া থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির আরিফ হোসেন, সবুজ মাহামুদ,হেলাল
হোসেন কর্তৃক স্বাক্ষরিত ৬টি ইউনিয়নের ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করেন।
বিষয়টি জানার পরে ছাত্রলীগের আরেক গ্রুপের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা রবিবার ভোর রাতে রুহিয়া থানা শহরের চৌরাস্তায় বিক্ষোভ করতে থাকে এসময় অপর পক্ষের সবুজ মাহমুদের নেতৃত্বে তাদের উপর হামলা চালালে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ছাত্রলীগের মানিক, হজরত, মিঠুন ও মামুনসহ চার গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও আটোয়ারি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন।
রুহিয়া থানা ছাত্র লীগের আহবায়ক আরিফ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি এ বিষয় কোন মন্তব্য করতে আগ্রহী না।
এ বিষয়ে ঠাকুরগাঁও ছাত্রলীগের সাধারন সম্পাদক হিমন সরকার জানান, রুহিয়া থানায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এর ঘটনা ঘটেছে। কেন ঘটেছে সে ব্যাপারে আমি জানি না। তবে শুনেছি ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে নাকি এই সংঘর্ষ হয়েছে।
রুহিয়া থানার ওসি তদন্ত শহিদূর রহমান (শহিদ) বলেন, রবিবার গভীর রাতে রুহিয়া থানা শহরের চৌরাস্তায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন। এপর্যন্ত ছাত্রলীগের কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply