কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুই দিনের ব্যবধানে দুই জন গৃহবধূ সাপের কামড়ে মৃত্যু হয়েছে।জানা যায়, ৩১ আগস্ট সকালে মমিতা রাণী (৪০) নামের এক গৃহবধূকে সাপে কামড় দিলে অসুস্থ বোধ করে এবং চিকিৎসার জন্য মমিতা রাণীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত মমিতা রাণী উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের ঠাঁকিঠুকি গ্রামের মানিক চক্রবর্তীর স্ত্রী।
এর আগে গত সোমবার দিবাগত রাতে মানিকা খাতুন(২৩) সাপের দংশন করে। পরে স্বজনরা চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মনিকা খাতুন ৫ নম্বর সদর ইউনিয়নের খোলড়া গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন বিষয় টা খুবই হ্রদয় বিদারক দুই দিনের মধ্যে দুই জন গৃহবধূ সাপে দংশনে মৃত্যু হল।
Leave a Reply