ঠাকুরগাঁও প্রতিনিধি।
প্রতি বছরের ন্যায় এবছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ,২ নং আখানগড় ইউনিয়ন পরিষদ গিয়ে দেখা যায় উক্ত ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি উপকার ভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ও ট্যাগ অফিসার রেজাউল করিম (উপজেলা সমবায় অফিসার) বলেন,আকচা ইউনিয়নে ২২৫০ জন উপকার ভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। খুব সু-শৃঙ্খল ভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল ইসলাম বলেন,আমার ইউনিয়নে ১৫২৫ জন উপকার ভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও প্রতি টা ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ চলছে আজকে কিছু ইউনিয়ন পরিষদ চাল বিতরণ করেছেন। উপজেলা প্রশাসন থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সুষ্ঠ ভাবে উপকার ভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
Leave a Reply